logo

বয়রাট মাজাইল ঢেঁপা উচ্চ বিদ্যালয় (১১৩৩৪৭)

মোবাইল নং: +8801718894922
ই‐মেইল: s113347@gmail.com

আমাদের স্কুল

স্কুলপরিচিতিঃ বিদ্যালয়টি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার অন্তর্গত পাট্টা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ঢেঁপা গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি ১৯৮২ইং সালে প্রতিষ্ঠিত হয়।বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অত্র এলাকার সুনামধন্য ব্যাক্তি, দুই দুই বার সাওরাইল ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচিত চেয়ারম্যান, রাজবাড়ী জেলার ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মাদ আলী মন্ডল এলাকার জনসাধারণকে অন্ধকার থেকে আলোয় আনার জন্য আলোকবর্তিকা হয়ে এলাকাবাসির সহায়তায় এই বিদ্যালয়টি প্রতিষ্ঠান করেন।